আসসালামু আলাইকুম, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা!দীর্ঘ ৩ মাস পর আমরা এই আপডেটটি এনেছি, এটাকে আপডেট বললে ভুল হবে কারণ সম্পুর্ণ অ্যাপটিই নতুন করে ডেভেলপ করা হয়েছে, আমরা চেষ্টা করেছি অ্যাপটিতে সর্বাধিক ফিচার যুক্ত করার জন্য,আসুন দেখে নিই কি কি নতুন যুক্ত করা হয়েছে এই আপডেটেঃ

  • সর্বাধিক বাংলা লেআউট। (পূর্বের সকল লেআউট সঙ্গে ইন্সক্রিপ্ট ক্লাসিক, অক্ষর, AOSP বাংলা)
  • ইংরেজি এ.আই প্রেডিকশন
  • সম্পুর্ণ নতুন সাজেশন অ্যালগরিদম
  • সম্পুর্ণ নতুন ইউআই
  • ৪ কি শর্টকাট। ( প্রতি লেআউট এর নিচের সারির বাম পাশের ৪টি কি’তে লং প্রেস করে টেক্সট কপি কাট পেস্ট করার সুবিধা)
  • স্পেস বার স্লাইডিং প্রিভিউ + বর্ণ লেআউট সুইচিং
  • টাইপড ওয়ার্ড এ ভাষা নির্বাচন করার সুবিধা
  • নতুন শব্দ ডিকশোনারিতে যুক্ত করার সুবিধা
  • ল্যান্ডস্কেপ মোডে ফুল স্ক্রিন কিবোর্ড টোগল করার সুবিধা
  • ডেডিকেটেড ইমোজি কি
  • ওয়ান হ্যান্ডেড মোড
  • টেক্সট এডিটর
  • রিয়েল টাইম ভয়েস রেকগনিশন ইন্ডিকেটর
  • একাধিক কাস্টম থিম
  • নতুন থিমিং ইঞ্জিন
  • ৩৮ টিরও বেশি নতুন থিমস
  • পার্সোনাল ডিকশোনারি
  • নতুন ক্লিপবোর্ড অ্যালগরিদম
  • সহ আরোও অনেক ফিচারস।

চলে এলো বর্ণ অ্যান্ড্রোয়েড 1.0.0.3!

পূর্বের ভার্সনটি আনইন্সটল করে নতুন করে ইন্সটল করার অনুরোধ রইলো।

এখনিই ডাউনলোড করে নিনঃ

আমাদের ডোনেশন এর মাধ্যমে সাপোর্ট করতে চাইলেঃ CODEPOTRO@GMAIL.COM অথবা SUPPORT@CODEPOTRO.COM এ মেইল করুন।

ধন্যবাদ।