আসসালামু আলাইকুম ,
আলহামদুলিল্লাহ আজ প্লে স্টোরে চলে এসেছে বর্ণ ৪.০.০.৫।
আমাদের লক্ষ্য ছিলো বর্ণ’র একটি স্ট্যাবল আপডেট দেয়া। তাই এপ্রিল থেকে সেপ্টেম্বর আমরা কাজ করেছি নতুন আপডেট নিয়ে। আজ সেই আপডেট উন্মুক্ত করা হলো।
এ আপডেটের প্রধান বৈশিষ্ট্য হলো ল্যাগ ফ্রি এক্সপেরিয়েন্স, ক্লিপবোর্ড রিস্টোর-ব্যাকআপ ফিচার এবং রিডিজাইন্ড থিমস, শুধু তাই নয় আমরা যতগুলো বাগরিপোর্ট পেয়েছি তার অধিকাংশই এই আপডেটে ফিক্স করা হয়েছে।
তো চলুন দেখে নেয়া যাক কি কি নতুন থাকছে এই আপডেটেঃ
• ল্যাগ ফ্রি এক্সপেরিয়েন্স
• ক্লিপবোর্ড ব্যাকআপ-রিস্টোর ফিচার
• রিডিজাইন্ড থিম্‌স
• স্ক্রোলেবল নাম্বারপ্যাড
• সিস্টেম ইমোজিতে লেটেস্ট ইমোজি সাপোর্ট
• নতুন ইউআই
• ভয়েস রিকগনিশন ইম্প্রুভমেন্টস
• বর্ণ ফোনেটিক এ সাজেশন ইম্প্রুভমেন্টস
• ক্লিপবোর্ডে মাল্টিলাইন ইনপুট সাপোর্ট
• ল্যান্ডস্কেপ হাইট এডজাস্টার
• কি-গ্যাপ অ্যাডজাস্টার
• আপডেটেড বক্ররেখা ফন্ট
• সহ আরোও অনেকে ফিচারস এবং রিপোর্টেড বাগ ফিক্সেস

উল্লেখ্যঃ এই আপডেটটি ইন্সটল করলে পূর্বে ক্লিপগুলো ডিলিট হয়ে যাবে।

তো আর দেরি কেনো? এখনই ডাউনলোড করে ফেলুন!
https://play.google.com/store/apps/details?id=com.codepotro.borno.keyboard

আমাদের ডোনেশন এর মাধ্যমে সাপোর্ট করতে চাইলেঃ codepotro@gmail.com অথবা support@codepotro.com এ মেইল করুন।
ধন্যবাদ।