আল হামদুলিল্লাহ আজ আমরা বর্ণ’র অ্যান্ড্রোয়েড ভার্সনের এর সঙ্গে উইন্ডোজ ভার্সন এবং ফন্টগুলোও আপডেট করেছি।আপডেটটি বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।চেঞ্জলগঃ

  • বর্ণ এনকোডিং (BE)আরোও উন্নত করা হয়েছে,
  • National BE, Probhat BE যুক্ত করা হয়েছে ফলে এখন থেকে জাতীয় এবং প্রভাত লেআউট দিয়ে বর্ণ এনকোডিং এ বাংলা লিখা যাবে।
  • বক্ররেখা ফন্ট যুক্ত করা হয়েছে।
  • ক্রস এনকোডিং কনভার্টার এবং ফোনেটিক টাইপিং ক্র্যাশ হবার বাগটি ফিক্স করা হয়েছে।
  • GUI ইঞ্জিন আপডেট করা হয়েছে।
  • ফোনেটিক টাইপিং উন্নত করা হয়েছে
  • UI তে কিছু পরিবর্তন আনা হয়েছে
  • সকল ফন্টের BE ব্লক আপডেট করা হয়েছে
  • রিপোর্টেড বাগস ফিক্স করা হয়েছে
  • পারফরমেন্স ইম্প্রুভমেন্টস রয়েছে

ফন্ট আপডেটঃ

  • বক্ররেখা ১.০.০.১: বর্ণ এনকোডিং এবং বোল্ড স্টাইল যুক্ত করা হয়েছে
  • বর্ণমালা ১.০.০.৩: ফন্ট স্টাইল আপডেট করা হয়েছে এবং BE ব্লক আপডেট করা হয়েছে
  • বর্ণপাতা ১.০.০.৪: ফন্ট স্টাইল আপডেট করা হয়েছে এবং BE ব্লক আপডেট করা হয়েছে

ডাউনলোডঃবর্ণঃ https://codepotro.com/borno-for-windows-os/বক্ররেখাঃ https://codepotro.com/font/bokrorekha/বর্ণমালাঃ https://codepotro.com/font/bornomala/বর্ণপাতাঃ https://codepotro.com/font/bornopata/

আমাদের ডোনেশন এর মাধ্যমে সাপোর্ট করতে চাইলেঃ CODEPOTRO@GMAIL.COM অথবা SUPPORT@CODEPOTRO.COM এ মেইল করুন।

ধন্যবাদ