আলহামদুলিল্লাহ, আজ বর্ণ ২.১.০.০ উন্মুক্ত করা হলো।

এই আপডেটটিতে বর্ণ ফোনেটিক-এর সাজেশন আরোও শক্তিশালী করা হয়েছে এবং সাজেশন ইউআই আপডেট করা হয়েছে।

এখন থেকে বর্ণ ফোনেটিকে আরোও সহজে বাংলা লিখা যাবে!

যদি একটি উদাহরণ দিই তাহলে বিষয়টি এরকম,
ব্যবহারকারি “ame” লিখলে সাজেশনে “আমি”, “kevaba” লিখলে “কিভাবে”, “amaka” লিখলে “আমাকে” দেখাবে।

কিন্তু এরূপ বিকৃত বাংলিশকে এড়ানোর জন্য স্বয়ংক্রিয়ভাবে শুদ্ধ বানানটি আউটপুট আসবে না। এতে ব্যবহারকারি বুঝতে পারবেন তাঁকে কিভাবে বাংলা লিখতে হবে।

এছাড়া নতুন ইউআই ট্রেন্ডস এর সঙ্গে তাল মেলাতে বর্ণ’র সাজেশন উইন্ডোটি আপডেট করা হয়েছে। কেউ যদি পূর্বের UI পেতে চান তাহলে বর্ণ সেটিংস > ইউজার ইন্টারফেস থেকে রিস্টোর করতে পারবেন।

এছাড়াও রিপোর্টেড বাগসগুলো এই আপডেটে ফিক্স করা হয়েছে এবং বর্ণ ফোনেটিকে কিছু নতুন কম্বিনেশন যুক্ত করা হয়েছে যেমনঃ ক্ন, অল্টারজিআর।

পরবর্তী আপডেটে আমরা অন স্ক্রিন কি বোর্ড লেআউট এবং অন্যান্য এনকোডিং নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ্‌

তো আর দেরি কেনো! এখনই ডাউনলোড করে নিন বর্ণ ২.১.০.০

ডাউনলোড লিংকঃ https://codepotro.com/borno-for-windows-os/

ইউনিবিজয় এর মত লেআউট ডাউনলোড করুন এখান থেকেঃ

https://drive.google.com/file/d/1DNl03jrnKrZe-3Be85XwZnvn4p2enBGn/view?usp=drivesdk

For Beta Version:

https://drive.google.com/file/d/1q7xhwu0mbDNYLrPi42ySdLbp3UX5slNC/view?usp=drive_link